নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ ডাক বাংলো মাঠে ৩ ডিসেম্বর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রিজভী আলম রানা আর সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. আশিফ আহসান।
সভায় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানান সভাপতি রিজভী ও সাধারণ সম্পাদক আশিফ।-কপোত নবী।
Leave a Reply