নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ৪ ডিসেম্বর বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে তোফাজ্জল হোসেন আমীন ও
হোসেন শামসুন নাহার ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা মইদুল ইসলাম ও হাফেজ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ডিআইজি আবুল কালাম আজাদের চাচাতো ভাই মাসুদ আনোয়ার, আলহাজ্ব জহুরুল ইসলাম, গোলাম মোস্তফা দুখু ডাক্তারসহ অন্যরা।
উল্লেখ্য, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম হতে দশম শ্রেণি পর্যন্ত মোট ২০ জন মেধাবী ছাত্রকে ৪০ হাজার টাকা তুলে দেন তোফাজ্জল হোসেন আমীন ও হোসেন শামসুন নাহার ছাত্র কল্যাণ বৃত্তিদাতা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ফরেনসিক) সিআইডির মোহা. আবুল কালাম আজাদ।-কপোত নবী।
Leave a Reply