নিজস্ব প্রতিবেদক : ভোলাহাট পাবলিক ক্লাবের আয়োজনে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে ছয় বছর পরে ৬ ডিসেম্বর শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত খেলায় অংশ গ্রহন করে উপজেলার গোহালবাড়ী ফুটবল দল বনাম খাতিজা ইলেক্ট্রনিক্স চরধরমপুর ফুটবল দল। ৯০ মিনিট খেলায় ২ গোলে খাতিজা ইলেক্ট্রনিক্স চরধরমপুর ফুটবল দলকে পরাজিত করে চুড়ান্ত পর্বে পৌঁছায় গোহালবাড়ী ফুটবল দল।
এসময় খেলা উপভোগ করেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, খেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিলদুল রহমান, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডল, পুলিশ পরিদর্শক জাহাঙ্গির আলম, ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ। ইয়াজদানি জর্জ, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা আ’লীগ শাখার সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আ’লীগ সিনিয়ার সহ-সভাপতি ইয়াসিন আলী সাহ, পাবলিক ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন রজব, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ অন্যান্যরা।
Leave a Reply