নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গোনা ইউনিয়ন আওয়ামীলীগ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি ও জাহাঙ্গির আলমকে সাধারন সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।এদিন ঘোষগ্রাম বাজার প্রাঙ্গনে গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ইসরাফিল আলম।অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রমাণিক।
Leave a Reply