অঞ্জেলো ম্যাথুসের দুর্দান্ত সেঞ্চুরিতে বিশ্বকাপের ৪৪তম ম্যাচে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে লংকান ব্যাটসম্যানরা। দলের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস (১১৩) ও লাহিরু থিরিমান্নে (৫৩) রান করেন।
লিডসের হেডেংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বিশ্বকাপের প্রথম পর্বে দুদলের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। ভারত শেষ চারে জায়গা করে নিলেও আসরে শ্রীলঙ্কার শেষ ম্যাচ এটি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক ধিমুথ করুনারত্নে।
শেষ বেলা ‘শুভ’ করতে আগে ব্যাট করতে নেমে ভারতের সামনে যেখানে রানের পর্বত দাঁড় করানোর কথা, সেখানে উল্টো চিত্র দেখা দেয় লংকান ব্যাটিং লাইন আপে। শুরুতে মাত্র ৫৫ রানের মধ্যেই হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান। ভারতীয় বোলারদের সামনে যেনো দাঁড়াতেই পারছিলো না লংকান ব্যাটসম্যানরা।
১৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে তারা। ব্যক্তিগত ১০ রানে জসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। এরপর কিছুটা সামলে উঠলেও দলীয় ৪০ রানে ফেরেন কুশল পেরেরা। ১৮ রান করে বুমরাহর বলেই সেই ধোনির হাতেই তালুবন্দী হয়ে ফেরেন পেরেরা।
এরপর ১১ ও ১২তম ওভারে পর পর কুশল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দোর উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।
পঞ্চম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু থিনিমান্নে দলের চাপ সামলানোর কাজটুকু নিজেদের কাঁধে তুলে নেন। ভারতীয় বোলারদের ভোগাতে থাকেন দুজনে। দলের প্রয়োজন মুর্হর্তে গড়েন ১২৪ রানের দারুণ এক জুটি। আর তাতে লঙ্কানরারও বিপদমুক্ত হয়। ১৭৯ রানের মাথা কুলদীপ যাদক ভাঙেন এই জুটি। লাহিরু থিনিমান্নেকে জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ৬৮ বলে ৪ চারে ৫৩ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন থিরিমান্নে।
অন্য দিকে ১১৫ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি এই অলরাউন্ডার। ১২৮ বলে ১০ চার ও দুই ছক্কায় ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বুমরাহর তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন ম্যাথুস।
শেষ দিকে ধনাঞ্জয়া ডি সিলভার ২৯ রানের সুবাধে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ ৩টি, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও ভুবেনশ্বর কুমার একটি করে উইকেট শিকার করেন।
Leave a Reply