বরেন্দ্র নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে পাকিস্তান জাতীয় দলের সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি এখন ঢাকায়। তবে রাজধানীতে এসেই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। এ কারণে নির্ধারিত অনুশীলনে আসতে পারেননি।
গতকাল মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছান এই ক্রিকেটার। আজ বুধবার ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
আহসানউল্লাহ বলেন, ‘শহীদ আফ্রিদি জ্বরে আক্রান্ত হয়েছেন। এ জন্য তিনি অনুশীলনে আসতে পারেননি।’ তবে জ্বর খুব বেশি না কম, এ কথা জানাননি তিনি।
এর আগেও বিপিএলে খেলতে এসে আসর মাতিয়েছিলেন এই পাক ক্রিকেটার। টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশের মানুষের প্রসংশা করেন শহীদ আফ্রিদি।
মঙ্গলবার ঢাকা পৌঁছে এক টুইটে আফ্রিদি লেখেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ঢাকায় ফিরে দারুণ লাগছে। এখানকার খাবার দারুণ, ক্রিকে’টের প্রতি মানুষের আবেগও দারুণ। রোমাঞ্চকর একটি বিপিএল আসরের জন্য মুখিয়ে আছি।’
এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরস, সিলেট সুপার স্টার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন আফ্রিদি।
Leave a Reply