কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জঃ৮ জুলাই সোমবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রকাশ্যে নিজ বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ সময় তার মেয়ে ও জামাইকেউ এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করে দানব পাষন্ড স্বামী কোবাদ।
গুরুতর আহত মেয়ে হাবিবা ও তার স্বামী সাদিকুলকে দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে রাজশাহীতে প্রেরণের নির্দেশ দেন।
বিকেলে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে আহত দুজনসহ আরো দুজন তাদের সাথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বিকেল ৪ টার দিকেে এ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনার কবলে পড়ে। একটি ক্যাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হলে এ্যাম্বুলেন্সটির সামনের কাঁচ ভেঙে যায়। মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় এ্যাম্বুলেন্সের সামনের অংশ।
এ ঘটনায় দ্রুত এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটে এ্যাম্বুলেন্স চালকসহ আহতদের উদ্ধার করে অন্য বাহনে রাজশাহী মেডিকেলে পাঠায়। বর্তমানে হাবিবা, সাদিকুল, চালকসহ অপর আরেক ব্যক্তি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আহত চালক ও হাবিবার আত্মীয়র পরিচয় পাওয়া যায়নি।-কপোত নবী
Leave a Reply