অনলাইন ডেস্ক :
রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে এক বন্দুক হামলায় তিন হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে মস্কোতে এই ঘটনা ঘটে। আলজাজিরা নিউজ জানায়, রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দপ্তরে এই হামলা চালায় বন্দুকধারীরা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক রাষ্ট্রীয় ভাষণের কয়েক ঘন্টার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।তারঁ বক্তব্য শেষ হওয়ার মাঝেই হামলার ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম আর টি জানায়, হামলায় একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়া লোকজনকে ছুটে দৌড়াতে দেখা গেছে।
একটি সূত্রে জানায়, তিনজন বন্দুকধারী এই হামলা চালায়। তাদের মধ্যে দুজনকে প্রবেশদ্বারের লবিতে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক হামলাকারী পার্শ্ববর্তী ভবনে দৌড়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে। ভিডিওতে একটি লম্বা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালাতে দেখা গিয়েছে একজনকে। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও এখনো কোনো তথ্য দেয়নি এফএসবি।
এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে গোয়েন্দা সংস্থাটি। যথাযথ ব্যবস্হা গ্রহণের নিদের্শ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
Leave a Reply