নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ৪৯ তম শীতকালীন বাংলাদেশ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠান পর্যায়ে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, সদর উপজেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা।
পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৪৯ তম শীতকালীন বাংলাদেশ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠানে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। -কপোত নবী।
Leave a Reply