মো: নাসিম,নাচোল প্রতিনিধি:-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলষ্টেশন স্পোটিং ক্লাব’র আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রেলষ্টেশন মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে এই জমকালো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নাচোল রেলষ্টেশন স্পোটিং ক্লাব’র সভাপতি খাইরুল ইসলাম এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি,মহিলা কাউন্সিলর ফিরোজা খাতুন,আরমানি বেগম,কাউন্সিলর সানাউল্লাহ,আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ,হাবিবুর রহমান,সদর ইউনিয়ন ১নং ওর্য়াডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল কাদের তাঁর বক্তৃতায় বর্তমান সরকারের নানা উন্নয়নের সাথে ক্রিড়া ক্ষেত্রের ব্যাপক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে লেখাপড়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এসময় তিনি মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে খেলাধুলার প্রতি যুব সমাজ সহ শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কাজলা ফাইব স্টার ক্লাব বনাম এলাইপুর যুব ক্রীড়া সংঘ দল। কাজলা ফাইব স্টার ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে এলাইপুর যুব ক্রীড়া সংঘ দল কে।
Leave a Reply