নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর এলাকার ২ নং ওয়ার্ডে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা হয়। পরে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী। উপস্থিত ছিলেন, সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আতিকুল ইসলাম আজম, মোহা. জোনাব আলীসহ দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধিগণ। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।সভায় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্থানী নিযার্তনের হাত থেকে বাঙালিকে মুক্ত করার লক্ষে দৈনিক ইত্তেফাক পত্রিকা বলিষ্ঠ্য ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পরবর্তীতে দেশ গঠনেও অনন্য ভূমিকা পালন করে চলেছে পত্রিকাটি। -কপোত নবী।
Leave a Reply