নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার বেলেপুকুরে অবস্থিত মরহুম নকিব হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে রেডিওটি।
এ দিন অনুষ্ঠানের শুরুতেই প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পীরা রেডিওর থিম সং পরিবেশন করে। এরপর অতিথিবৃন্দ কেক কাটেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, সাংবাদিক মোহা. জোনাব আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, সাংবাদিক কামাল শুকরানা, কবি এনামুল হক তুফানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জীবনের কথা জীবনের সুর নিয়ে ৮ বছর আগে রেডিও মহানন্দা পথ চলা শুরু হয়েছিল। ২০১০ সালের ২২ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক রেডিও স্থাপনের প্রাথমিক অনুমোদন পায়। রেডিও মহানন্দা জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত স্থানীয় সম্প্রচার ব্যবস্থা, যা চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের কল্যাণে সর্বদা নিবেদিত।-কপোত নবী।
Leave a Reply