অনলাইন ডেস্ক:
ভয়াবহ দাবানলে পুড়ে চলেছে অস্ট্রেলিয়া। প্রায় দুই মাসেরও বেশি সময় থেকে চলে আসা এই দাবানলে নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন মানুষ। এদিকে দেশটির প্রাণী বিশেষজ্ঞদের দাবি, দাবানলে বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই আগুনে পুড়ে মরেছে প্রায় ৫০ কোটি প্রাণী।
ইউনিভার্সিটি অব সিডনির প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, দাবানলে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত প্রায় ৪৮ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ পুড়ে মরে গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছেন তারা।
দাবানলে পুড়ে ভস্ম হয়েছে গেছে হাজার হাজার কোয়ালা। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণীটির বেশিরভাগই থাকতো অস্ট্রেলিয়ার বনাঞ্চলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় ৮ হাজার কোয়ালা মারা গেছে এই ভয়াবহ আগুনে। যা এ অঞ্চলের কোয়ালা সংখ্যার একতৃতীয়াংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছিল ক্যাঙ্গারুরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অগণিত প্রাণী পুড়ে মরে গেছে। কাকাতুয়াসহ অন্য অনেক পাখিকেই মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা যায়।
এদিকে আরও ভয়াবহ রূপ নিচ্ছে এ দাবানল। যার ফলে প্রাণীদের মৃত্যুর মিছিলে আরও তীব্র রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
নিউজ টোয়েন্টিফোর/ডিএ
Leave a Reply