মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক লিমিটেড নাচোল শাখার আয়োজনে এ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ রিজিওনাল অফিস সোনালী ব্যাংক শাখার এজিএম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার যুগ্ম ব্যবস্থাপক মোঃ সেকেন্দার আলি ও সোনালী ব্যাংক লিমিটেড নাচোল শাখার ম্যানেজার সোহেল শাহারিয়ার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড নাচোল শাখার প্রিন্সিপাল অফিসার তোহিদ, নাচোল থানার এসআই সাখাওয়াত, নাচোল মুন্নি ফার্মেসীর মুজিবুর রহমান, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম প্রমুখ।
কর্মশালা সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল অফিসার খালেদ ইমতিয়াজ। সভায় জালনোট কি, জালনোট কিভাবে চেনা যায়, জালনোট প্রতিরোধে করনীয় কি তা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
Leave a Reply