ছবি: বরেন্দ্র নিউজ
হাসান আলী (গোমস্তাপুর, চাঁপপাইনবাবগঞ্জ): ১৪ জুলাই,২০১৯ রবিবারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়। রবিবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় মডেল সাংগঠনিক অফিসে চককিত্তী গ্রামের মরহুম আবুল কালাম আজাদ এর স্ত্রী মানসুরা বেগমের হাতে প্রধান অতিথি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানির চাঁপাই নবাবগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ ইসমাঈল হোসেন, শিবগঞ্জ জোন ইনচার্জ আব্দুল জাব্বার ও গোমস্তাপুর মডেল সাংগঠনিক অফিসের বিসি মুনিমুল ইসলাম প্রমূখ।
সভাপতিত্ব করেন, গোমস্তাপুর মডেল সাংগঠনিক অফিস ইনচার্জ ( সার্বজনীন) সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোমস্তাপুর মডেল সাংগঠনিক অফিস ইনচার্জ (একক) হাসান আলী। এসময় নমিনির হাতে তিপ্পান্ন হাজার পাঁচশত তিয়াত্তর টাকার চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply