পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া মরা পশুর এলাকায় র্যাব ৮ এর সাথে বন্দুযুদ্ধে ক্যুখ্যাত বনদস্যু হাসান বাহিনী প্রধান হাসানসহ ৪ দস্যু নিহত হয়েছে । এসময় বিপুল পরিমান অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে ।
র্যাব -৮ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: তাজুল ইসলাম মুঠোফোনে জানান, সুন্দরবনে সম্প্রতি বনদস্যুদের আনাগোনা বেড়ে যাওয়ায় র্যাবের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে ।
অভিযানিক দলটি রাত ১২টার দিকে সুন্দরবনের জোংলা খাল এলাকায় পৌছালে র্যাবকে লক্ষ্য করে বনদস্যূরা গুলি ছোড়ে র্যাবও পাল্টা গুলি ছোড়ে । থেমে থেমে বেশ কিছু সময় বন্দুক যুদ্ধ চলার পর দস্যুরা পিছু হটে যায় । পরে সেখানে তল্লাসি চালিয়ে ৪ দস্যুর মৃত দেহ পড়ে থাকতে দেখে ।
এসময় আশে পাশের বনজীবীরা এসে লাশ ৪টির বনদস্যু হাসান বাহিনীর বলে জানায়। এর মধ্যে একটি বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানবলে সনাক্ত করে। এসময় সেখান খেকে বিপুল পরিমান অস্ত্র , গোলাবারুদ ও দস্যুদের ব্যাবহৃত মালামার উদ্ধার করে ।
Leave a Reply