চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের 2019-2020 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সচিব রবিউল ইসলামের উপস্থাপনায় ও ইউনিয়ন চেয়ারম্যান আলঃ মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে 2019-2019 অর্থ বছরের জন্য রাজস্ব হিসাব ও উন্নয়ন হিসাব মিলে 2,72,59,908/= টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সভাপতির বক্তৃতায় জনাব মাজহারুল ইসলাম বলেন এই বাজেট জনগনের চাহিদা ও কল্যানের দিকে লক্ষ্য রেখে ঘোষণা করা হচ্ছে। সরকারী ও বেসরকারী সব ধরণের সহযোগীতা অব্যহত থাকলে সন্তোষজনক ভাবে জনগন এই বাজেট থেকে উপকৃত হবে। অনুষ্ঠানে ইউপি সদস্য, সাংবাদিকসহ অত্র ইউনিয়নের অনেক গন্য মান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
Leave a Reply