হাসান আলী (গোমস্তাপুর, চা্পাঁইনবাবগঞ্জ): ১৫ জুলাই, ২০১৯ সোমবারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা গ্রামের শত বছরের পুরনো বটগাছটি ঝড়ের কবলে পড়েছে।
রবিবার দিবাগত রাতে এই গাছটি পড়ে যায়। গাছটি একটি মুদিখানার দোকানকে চাপা দেয়। এতে মুদিখানার দোকান টি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এলাকার বয়স্ক মানুষদের কাছে গাছটির বয়স জানতে চাওয়া হলে গাছটির বয়স প্রায় ২০০ বছর বলে জানায়। এই গাছটির নিচে শত শত মানুষ বিশ্রাম নিতেন। এই বটগাছটির নাম অনুসারে গ্রামের নাম রাখা হয়েছিল মিরাপুর বটতলা।
এই গ্রামের বয়স প্রায় ৩২ বছর। এখানে প্রায় ১৮০০ মানুষের বসবাস। গাছটি এসব মানুষের অভিভাবকের মতো পাশে ছিল।একমাত্র এই গাছটিই ছিল গ্রামের সৌন্দর্যের প্রতীক। গাছটি পড়ে যাওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply