বরেন্দ্র নিউজ ডেস্ক :
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। আজকের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের দুই ব্যাটসম্যান মুশফিক-মিরাজ
কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬৮ রানের বিশাল এক জুটি গড়ে নতুন ইতিহাস গড়লেন।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও অন্যপ্রান্তে ঝড় তুলেন মুশফিক ও মিরাজ।
এদিন, ৫৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। অন্যদিকে মেহেদি মিরাজ ৪৫ বলে ৭৫ রান করে রিটায়ার্ড হার্ট হোন। তবে তার আগেই রেকর্ড নিজেদের করে নেন এই দুই ব্যাটসম্যান যা কিনা চলতি বিপিএলে সর্বোচ্চ রানের জুটি।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
Leave a Reply