মোঃ জামিল হোসেন,ভোলাহাট : “অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১১ জানুয়ারি শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।
অর্থনৈতি সম্পর্ক বিভাগ,অর্থমন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে সকাল ১০টার দিকে শোভাযাত্রার র্যালীটি বের হয় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রায় আওয়ামী যুবলীগ, যুবলীগ, কৃষকলীগ,ছাত্রলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,সুধীজন মুক্তিযোদ্ধা ও অতিথিরা অংগ্রহন করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আসরাফুল হক চুনু, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল,আ’লীগ সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ প্রমুখ।
উলেখ্য বিকেলে শিশু কিশোরদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাকন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,অর্থনৈতিক বিভাগের উদ্যোগে তথ্যচিত্র প্রদর্শন, ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ” এর মুল কনশার্ট স্যাটেলাইটের মাধ্যমে উপজেলা বিশাল এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার এবং শেষে রাত সাড়ে ৯টা থেকে ৯ : ৩৫ ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে বর্ণীল আতসবাজি প্রদর্শন।
Leave a Reply