নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় প্রকল্প কর্মকান্ড বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ের দুদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর প্রকল্প পরিচালক, যুগ্নসচিব ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক) তাজকির-উজ-জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, নিশাত আনজুম অনন্যাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এলজিএসপি-৩ প্রকল্প পরিচালক সরদার সরাফত আলী বলেন, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে “লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট” (এলজিএসপি-৩) বাস্তবায়িত হচ্ছে। সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী সরকার প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন ও উন্নয়নে প্রশাসনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকল পর্যায়ের জনঅংশগ্রহণ নিশ্চিত করতেই এলজিএসপি-৩ বিষয়ক সারাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
ডি এম কপোত নবী
১৬-৭-১৯
Leave a Reply