বরেন্দ্র নিউজ ডেস্ক :
বর্তমান সময়ে জনপ্রিয় ফুটবলার মোহাম্ম’দ সালাহ। মিশরীয় ফুটবলার মোহাম্ম’দ সালাহর এমনিতেই অনেক সুনাম। লিভারপুলে খেলার সৌজন্যে তার জনপ্রিয়তা আরও অনেক বেশি বেড়ে গেছে।
এবার সেই সালাহ মিসরের জাতীয় ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দান করেছেন। গত বুধবার কায়রো বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহামেদ উথমান আল-খাস্ত এ তথ্য দিয়েছেন।
এদিকে রাজধানী কায়রোর এই হাসপাতালের সামনে সোমবার ভয়াবহ বিষ্ফোরন ঘটে যাতে ২০ জন নি’হত ও ৪৭ জন আ’হত হয়। একই সাথে অনেক ক্ষতি হয় ভবনের।
এরপর সরকার এই ভবনটির সংস্কারের জন্য নির্দেশ দিয়েছেন। সেই কাজেই সহায়তা করতে ২৫ কোটি টাকা দান করেছেন সালাহ।
Leave a Reply