নিজস্ব প্রতিবেদক: ভোলাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা আজ মঙ্গলবার বিকেলে রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বালক পর্যায়ে উপজেলার কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
বালিকা পর্যায়ে উপজেলার হেলাচি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে চাঁমুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।২৫ মিঃ করে মোট ৫০ মিঃ উভয় দলকে খেলানো হয়। খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন।আরোও উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মিজানুর রহমান,সহকারী শিক্ষা অফিসার আব্দুল গনি,কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ও এস আই বাবুল আক্তারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন। খেলাটি পরিচালনা করেন আদাতলা সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার জাহান।খেলার ধারাভাষ্যকার ছিলেন তাঁতিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়েরসহকারী শিক্ষক কাইফুল ইসলাম।
Leave a Reply