নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপ ভিত্তিক ভিত্তিক সংগঠন প্রথম বারের মত চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, সাহিত্যিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ২২ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজমল হোসেন মামুন।
আরো উপস্থিত ছিলেন, ডা. মোশফিকুর রহমান, গম্ভীরা নাতি ফাইজার রহমান মানি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাহরিয়ার কবির, আতিক হাসানসহ হেল্প লাইনের সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান। সভায় চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের উপদেষ্টা জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-“স্পর্শ” স্বেচ্ছায় রক্তদান সংস্থা, বাঁধন- নবাবগঞ্জ সরকারি কলেজ ইউনিট, নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি, বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ, সিএনপিআই স্বেচ্ছাসেবী সংস্থা, নবাবগঞ্জ সরকারি কলেজ বিতর্ক সংঘ, ইবাব ডিবেট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ কমেডি ক্লাব ও কনজুমার ইউথ বাংলাদেশের প্রতিনিধি ও সদস্যগণও সভায় উপস্থিত ছিলেন।
শেষে চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের ফেসবুক গ্রুপে ৪০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় কেক কাটা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের ভলেন্টিয়ার ফরম উন্মোচন করা হয়। এইচএসসি ও অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা ফরম পূরণ করে চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের অফিশিয়াল ভলেন্টিয়ার হতে পারবে।
উল্লেখ্য, ‘তারূণ্যের বিজয়, মানবতার সেবায়’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে যাত্রা শুরু করে ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম ‘চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন’। এক বছরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।- কপোত নবী।
Leave a Reply