বরেন্দ্র নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে গেছেন তার স্বজনরা।
শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনরা বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন।
স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার এবং আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফেতেমা রেজা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ বিএনপির। কয়েক মাস ধরে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।
যুগান্তর
Leave a Reply