বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক :
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ। ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান।
শফিউলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই ফিরেন বাবর আজম। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন হাফিজ ও আহসান আলি। তবে সেই জুটিকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি মোস্তাফিজ।
মোস্তাফিজের বলে বিপ্লবের হাতে ক্যাচ দিয়ে ১৭ রান করে ফিরেন হাফিজ। আহসানের সঙ্গে স্কোর বড় করতে থাকেন শোয়েব মালিক। আহসানকে বেশিদূর যেতে দেননি বিপ্লব। ৩২ বলে ৩৬ রান করে বিপ্লবের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেন আহসান।
এরপর ১৬ রান করে লিটনের হাতে ধরা পড়ে শফিউলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ইফতেখার। অন্যদিকে ৪০ বলে ৫ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শোয়েব মালিক। ৬ রান করে আল-আমিনের বলে বোল্ড হয়ে ফিরেন ইমাদ ওয়াসিম।
মালিকের অপরাজিত ৫৮ ও রিজওয়ানের অপরাজিত ৫ রানে ভর করে ১৯.৩ ওভারে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
Leave a Reply