বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক :
বর্তমান সময়ের বার্সার সেরা ফুটবলার কে লিওনেল মেসি নাকি গ্রীজম্যান? এ নিয়ে ফুটবল বিশ্বে বরাবরই তর্ক-বিতর্ক হয়ে থাকে। অনেকে মনে করেন দুইজনই এই দশকের সেরা খেলোয়াড়। দুইজনের খেলার ধরণ আলাদা। তারা ভিন্ন ভিন্ন বিষয়ে দক্ষ।
স্পানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে এই মৌসুমেই বার্সালোনাতে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের তারকা গ্রীজম্যান। আর বার্সালোনাতে মেসির সঙ্গে থেকে ইতিহাস গড়তে চায় এই তারকা।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানান ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।
গ্রীজম্যান বলেন, “এটি গর্বের বিষয়। আমি বার্সালোনাতে খুবই খুশি। আমার বাবাও খুশি আমাকে বার্সাতে খেলতে দেখে।”
এ সময় তিনি আরও বলেন, “লিও বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় এবং তার সঙ্গে একই দলে খেলা দারুণ। আমি তার মাঠে তার গতিবিধি বুঝার চেষ্টা করি এবং যখন তার পায়ে বল থাকে তখন তার সঙ্গে আরও ভালো সংযোগের জন্য আমি এগিয়ে যাই।”
Leave a Reply