নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই
মাস্টারপাড়া মহল্লার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিশেষ
কৌশলে আইপিএস এর ভেতরে লুকানো অবস্থায় ২ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করে সদর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাদক রাখা ও বিক্রির অপরাধে
জেসমিন নামে এক নারীকে আটক করা হয়। আটক জেসমিন পিটিআই মাস্টার পাড়ার আলম
খসরুর স্ত্রী।
জানা গেছে, ২৪ জানুয়ারি শুক্রবার দুপুর ১টার দিকে সদর ফাঁড়ির অফিসার
ইনচার্জ পুলিশ পরিদর্শক বুলবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন
সংবাদের ভিত্তিতে পিটিআই মাস্টার পাড়ার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে
২ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেসমিনকে আটক করে।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পৌর
এলাকায় মাদকবিক্রি বন্ধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply