শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আল শফি আনসারীর অভিষেক অনুষ্ঠান রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বংপুরস্থ ইউপি চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ ইয়াসিন আলী। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, আওয়ামী লীগ নেতা ডাঃ আসরাফুল ইসলাম, গোলাম রাব্বানী বিশ্বাস, নজরুল ইসলাম, মাইনুল বিশ্বাস, কর্নে লুইস মূরমূ, কৃষক লীগ নেতা মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার প্রমূখ। এর আগে রবিবার সকালে তিনি প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন।
Leave a Reply