নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য মঙ্গলবার থেকে ৩ সদস্যের ১টি মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন। করোনা ভাইসের উপর প্রশিক্ষণপ্রাপ্ত ১ জন মেডিকেল অফিসারসহ ৩ জন কাজ করবেন।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেছেন ৩ জনের এই মেডিকেল টিম সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে বসে দায়িত্ব পালন করবে। জেলার সকল হাসপাতাল গুলো সজাগ থাকবে। যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে তার ব্যবস্থা নেয়া হবে।
চীনে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন পয়েন্টগুলোতে সরকার সর্তকতা জারি করলেও এ কদিনে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পয়েন্টে তা করা হয় নি।
সোমবার বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের কাউকে বন্দর এলাকায় দেখা যায় নি। এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে দুই শতাধিক পাসর্পোটধারীযাত্রী চলাচল করে।
বন্দর এলাকায় গিয়ে দেখা গেছে শুধুমাত্র ইমিগ্রেশনে নিয়োজিত সদস্যরা মুখে মাক্স লাগিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আর বন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীরাও জানালেন তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। ভারতের মালদা থেকে আসা এক যাত্রী জানান, তিনি ভারত থেকে বাংলাদেশ পার হয়ে উভয় দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেও তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নি।
এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এস আই জাফর ইকবাল জানান, তারা মাক্স লাগিয়ে সর্তকর্তার সাথে দায়িত্ব পালন করছেন। তবে ভাইরাস শনাক্তে স্বাস্থ বিভাগের কেউ ইমিগ্রেশনে অবস্থান করছে কি না তা জানতে চাইলে তিনি জানেন না বলে জানান।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নির্দেশনা না থাকায় এতদিন কোনো ব্যবস্থা নেয়া যায় নি। তবে এখন নির্দেশনা পাওয়া গেছে, আগামী (আজ) মঙ্গলবার সকাল থেকে একজন এমবিবিএস ডাক্তারসহ ৩ সদস্যের একটি টিম বন্দরে কাজ করবে। যদি কোন পাসর্পোটধারী যাত্রী এ ভাইরাসে আক্রান্ত হবার প্রমান মিলে তবে তাকে হাসপাতালে রেফার্ড করার নির্দেশ দেয়া হয়েছে।-কপোত নবী।
Leave a Reply