গত ৮ জুলাই জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কেন্দ্র থেকে অনুমোদন পায়। এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহব্বায়ক মো. শহিদুল ইসলাম রানা ও সদস্য সচিব মো. মাহবুব হাসান ঋতুর নের্তৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে শহরে।
বুধবার বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্ক থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে গিয়ে শেষ হয়। শ্রমিক লীগ নের্তৃবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া উপহার বনলতা এক্সপ্রেস টেনের উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হন।
চাঁপাইবাসীর প্রাণের দাবী আন্তঃনগর ট্রেন দেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহব্বায়ক মো. শহিদুল ইসলাম রানা ও সদস্য সচিব মো. মাহবুব হাসান ঋতু। শেষে নের্তৃবৃন্দ সার্কিট হাউসে আওয়ামী লীগ নের্তৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।
কপোত নবী
১৭-০৭-১৯
Leave a Reply