নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ও আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকালে অত্র বিদ্যালয় মাঠে সিনিয়ার সহকারী শিক্ষক মাহমুদ আল-হাসানের সনঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অলিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান মাওলানা তোজাম্মেল হোসাইন বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গোলমুন্ডা ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি এবিএম নুরুজ্জামান আবু, গোলমুন্ডা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল বারী রুবেল,অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুর রহমান,প্রমুখ।বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন কাহিনী ও আদর্শ নীতি নৈতিগতার কথা উপস্হিত সকলের কাছে তুলে ধরেন।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্ব সাধারণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
Leave a Reply