“পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবীর খান, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষার্থীরা। মেলায় ৩টি গ্রুপে ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করছে।
Leave a Reply