নিজস্ব প্রতিবেদক:
গোমস্তাপুরে পূর্নভবা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ২৯ জানুয়ারি বুধবার বিকেলে পৌর এলাকার ইসলাম নগর মহল্লার পূর্নভবা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রহনপুর ফায়ারসার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম জানান, বুধবার দুপুর ২ টার দিকে স্থানীয় ভাবে সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ওই নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৪টার দিকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য তার মৃতদেহ রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
Leave a Reply