বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক :
বর্তমানে সেরা ফুটবলারদের মধ্যে নেইমার অন্যতম। একের পর এক রেকর্ড করেই চলেছেন তিনি। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আর তাইতো বার্সালোনাতে নেইমারকে চায় মেসি।
সম্প্রতি, লুইস সুয়ারেজ ইনজুরিতে পড়েছে। অন্তত চার মাস তাকে থাকতে হবে মাঠের বাইরে। তাই মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে সুয়ারেজের জায়গায় অন্য আরেকজন স্ট্রাইকার কিনতে চায় বার্সালোনা।
বার্সালোনার টার্গেটে ছিল ইন্টার মিলানের লাউটারো মার্তিনেজ। কিন্তু তাকে কিনতে হলে লাগবে ১০০ মিলিয়ন ইউরো। যার কারণে সেখানেও বার্সার না যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সেটার কারণ নাকি লিওনেল মেসি।
স্পানিশ গনমাধ্যম দিয়ারিও গোল জানিয়েছে, বার্সালোনা সুপারস্টার লিওনেল মেসি চায় না বার্সালোনা এই সময়ে এত বেশি টাকা দিয়ে অন্য কোন তারকাকে কিনুক। কেননা আগামী মৌসুমে নেইমারকে কেনার জন্য অনেক বেশি টাকা দরকার বার্সার। আর যদি এখন অন্য তারকাকে কেনার জন্য টাকা বেশি খরচ করে তাহলে নেইমারকে কিনতে গিয়ে বিপদে পড়বে বার্সা।
Leave a Reply