নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া সাফাতুল্লাহ মন্ডলের টোলা জামে মসজিদের তহবিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। দেশীয় অস্ত্র ও ইট নিয়ে সংঘর্ষের সময় ৬-৭টি বোমার বিস্ফোরণ হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের বর্তমান কোষাধ্যক্ষের সাথে অন্য একটি পক্ষের মসজিদটির তহবিল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে হাসুয়া, কান্তা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ৬-৭টি বোমার বিস্ফোরণ ঘটে।
দুপুরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম, ওসি (অপারেশন) মিন্টুসহ প্রায় ২৫জন পুলিশ সদস্য। রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মসজিদটির আশেপাশের এলাকা পুলিশ ঘিরে রেখেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।-কপোত নবী।
Leave a Reply