নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টায় বিসিএল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বালিয়াঘাট্টার কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনালে বালিয়াঘাট্টা রাইডার্স ১ উইকেটে দুরন্ত বালিয়াঘাট্টাকে হারিয়ে ৮ম আসরে চ্যাম্পিয়ন হয়।
বালিয়াঘাট্টা ইয়াং জেনারেশন আয়োজিত বালিয়াঘাট্টা ক্রিকেট লীগ (বিসিএল) টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং গোদাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।
শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফিনা পার্ক লিমিটেডের এমডি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান ফরিদ, অধ্যক্ষ আতিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আহাদ আলী, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আখতারুল আলম বাবু, নুর আজহার আহমেদ বড় বাবু, শিক্ষিকা (অবঃ) নাদিরা বেগম, মাসুদ আলী, যুবলীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।
বিসিএলের ৮ম আসরে ৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুরন্ত বালিয়াঘাট্টা ও বালিয়াঘাট্টা রাইডার্স। দুরন্ত বালিয়াঘাট্টা প্রথমে ব্যাট করে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে বালিয়াঘাট্টা রাইডার্স ৯ উইকেটে ১১৪ রান করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন রাইডার্সের নাইম ইসলাম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন দুরন্তের অধিনায়ক আব্দুস সামাদ।
খেলা পরিচালনা করেন জাকারিয়া মাসুম ও তৌহিদুল ইসলাম। ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন, তানভির আহমেদ মাসুম ও সাজু।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। -কপোত নবী।
Leave a Reply