নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জেলা পরিষদের এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শুক্রবার (১৯ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- রেজা মোহাম্মদ মামুন (৩৯)। তিনি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তৈমুর কমান্ডারের ছেলে। আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লার মো. আনোয়ার হোসেনের ছেলে আবু সাইম (৪২)।
পুলিশ জানায়, রেজা মোহাম্মদ মামুন মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। শিবগঞ্জ উপজেলার রানাহাটি এলাকায় পৌঁছালে বিকেল সোয়া ৩টার দিকে সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মো. মশিউর রহমান জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply