শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভিটাবাড়ী গ্রামে ট্রলির সঙ্গে টাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ সময় ট্রাক্টরের বালি চাপা পড়ে আরও ২ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জে সড়কের ভিটাবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী ট্রলি এবং গোমস্তাপুর অভিমুখী বালু বোঝায় টাক্টরের সাথে ট্রলির স্বজরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বালু বোঝায় ট্রাক্টরের উপর বসা শ্রমিক ীছটকে বালির নিচে পড়ে এবং ট্রাক্টর চালকএর সহকারী সহ আরও ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply