নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচী ২০১৯-২০২০ বাস্তবায়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পর্যায়ের অনুর্ধ্ব-১৬ বালিকাদের দিনব্যাপী কাবাডি প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় মোট ৪ টি দল অংশগ্রহণ করে।
প্রথম পর্বের খেলায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ৬ পয়েন্টের ব্যবধানে রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
দ্বিতীয় পর্বের চূড়ান্ত খেলায় স্বরুপনগর শহীদ মহর আলী উচ্চ বিদ্যালয়কে ১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল বারেক ও জেলা পরিষদের সদস্য মো. আব্দুল হাকিম।
আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হাসিনুর রহমান, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. আব্দুল ওহাব, মো. মশিউর রহমান মিঠুসহ জেলা ক্রীড়া সংস্থা, পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন, মো. আজিজুল হক। সার্বিক দায়িত্বে ছিলেন, মো. নূর এ আলম।-কপোত নবী।
Leave a Reply