বরেন্দ্র নিউজ ডেস্ক :
পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশের যুবারা। ঘূর্ণি, গতি ও সুইংয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা।
বিশেষ করে পেসার শরিফুল ইসলাম প্রথম ওভার থেকেই ভেতরে-বাইরে সুইং পেয়েছেন। সাথে বুক সমান উচ্চতায় ওঠা বাউন্স। নিউজিল্যান্ডের দুই ওপেনার রিস মারিউ ও ওলি হোয়াইট তার প্রায় বলই হিট না করার চেষ্টা করেছেন। বল একদম স্টাম্পে না থাকলে ব্যাটেই লাগাননি তারা। শরিফুলের তৈরি করা চাপের সুফল তুলে নেন স্পিনার শামীম হোসেন।
দ্বিতীয় ওভারে মারিউকে (১) স্লিপে ক্যাচে পরিণত করেন এ অফ স্পিনার। ১২-তম ওভারে হোয়াইটকে (১৮) তুলে নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। উইকেটরক্ষক ও অধিনায়ক আকবর আলীকে ক্যাচ দেন হোয়াইট।
তবে দুর্দান্ত বল করা শরীফুল প্রথম উইকেটের দেখা পান ৪১-তম ওভারে। সেট ব্যাটসম্যান নিকোলাস লিডস্টোনকে দুর্দান্ত ইয়র্কারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তখন তার বোলিং ফিগার ৬.৪-২-১৩-১!
মাঝে হাসান মুরাদ, ও শামীম একটি করে উইকেট নেন।
৪২-তম ওভারে হাসান মুরাদ উইকেট মেডেন নেয়ায় কিউইদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪২ রান। ভালো কিছুরই স্বপ্ন দেখাচ্ছে আকবর আলীর দল।
Leave a Reply