মোঃ নাসিম,নাচোল ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল গঠন উপলক্ষে ১ নং কসবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কসবা ইউনিয়নের এলাইপুর বাজার মাঠে ১ নং কসবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান। এছাড়াও ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী সুধেন চন্দ্র বর্মন,জেলা আওয়ামীলীগের সদস্য আবু ওবায়েদ বাবলু।
বক্তব্য শেষে কসবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যদের সম্মতি ক্রমে সভাপতি পদে মাজেবুল হক এবং সাধারণ সম্পাদক পদে শ্রী দীপঙ্কর বর্মনের নাম ঘোষনা করা হয়। এর আগে ১ নং কসবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন ঘোষনা করেন কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।
Leave a Reply