ভোলাহাট প্রতিনিধি : ভোলাহাট মুশরিভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে ২৭’জানুয়ারি নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান চলাকালীন সময়ে বঙ্গবন্ধুর গান বন্ধ করে অবমাননা করার প্রতিবাদে ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে জামবাড়ীয়া ইউপি ও জামবাড়ীয়া কলেজ ছাত্রলীগ শাখার আয়োজন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গত ২৭ জানুয়ারী বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান “রাত পোহালে শোনা যেত—” পরিবেশন কালে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান বর্ষাকে অপমান ও বঙ্গবন্ধুকে অবমাননা করার ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল বড়গাছীবাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের আওয়ামীলীগ কার্যালয়ে
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ জামবাড়ীয়া শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, জামবাড়ীয়া যুবলীগ সভাপতি আব্দুস সামাদ,উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সুরুৎজামান নারুল, জেলা ছাত্রলীগ সদস্য আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ সহসভাপতি ফারুক হোসেন, নাচোল উপজেলা ছাত্রলীগ সহসভাপতি মাসুদ রানা, জামবাড়ীয় ইউপি ছাত্রলীগ সভাপতি মোজতাহিদুর আরেফিনসহ অন্যরা।
ছবিক্যাপশ- ভোলাহাটে বঙ্গবন্ধুকে অবমাননা করায় জামবাড়ীয়া ছাত্রলীগের বিক্ষোভ।
ভোলাহাটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে রাজের সাংস্কৃতি অনুষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ ভোলাহাটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি ৭ জানুয়ারী শুক্রবার বিকেলে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রাজের নির্বাহী ব্যবস্থাপনা সম্পাদক শামীম রেজা, সিনিয়র অফিসার হেদায়েতুন নবী সুমন, নির্বাহী ব্যবস্থাপনার সহধর্মীনি রূপালি খাতুন, এরিয়া ম্যানেজার সুমন রেজা, শহিদুল্লাহ, সাদ্দামসহ সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সাংস্কৃতি অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা কর্মচারীসহ বহিরাগত শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন। এর পূর্বে মধ্যহ্ন ভোজে উপজেলার বিভিন্ন স্তরের অতিথিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply