বরেন্দ্র নিউজ ডেস্ক :
নীলফামারীতে চীন ফেরত এক ছাত্রের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, গত ২৯ জানুয়ারি চীন থেকে দেশে ফেরেন নীলফামারীর ডোমারের তাজবিদ হোসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষায় তার দেহে করোনার অস্তিত্ব না পাওয়ায়, জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনাভাইরাস শনাক্তের ব্যবস্থা না থাকায় বিষয়টি আইইডিসিআরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Shomoytv
Leave a Reply