বরেন্দ্র স্পোর্টস ডেস্ক :
প্রথমবারের মত জুনিয়র টাইগারদের সুযোগ এসেছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখার। জয়ের স্বপ্নে বিভোর টাইগার যুবারা। স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামীকাল যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পরতে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীর দল। ব্যাট-বলে আলো ছড়িয়েই সেমিফাইনাল পার করেছে বাংলাদেশ।
এদিকে নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর তারাও। বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরে ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান লাভ করা। ২০১৬ সালের আসরে ‘এ’ গ্রুপের ৩ ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছিলো বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে খেলতে নামে তারা। সুপার লিগে কোয়ার্টারফাইনালে জিতলেও, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের আশা ভঙ্গ হয় টাইগারদের।
সে কষ্ট ভুলে এবার ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।
Leave a Reply