মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার দূর্যোগ ব্যাবস্থাপনার মন্ত্রনালয় ২০১৮-১৯ অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় সেতু/কালভার্ট নির্মান ৩ কোটি ৯ লক্ষ ৪৩ হাজার টাকায় নির্মান করা হয়েছে। বর্তমানে তা উদ্ভোদনের অপেক্ষায় । এ সেতুগুলো চালু করা হলে শতাধিক গ্রামের ৬ লক্ষ মানুষ এর সুফল পাবে। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অবিলের বাজার হতে টটুয়ার ডাঙ্গাঁ মেলা অভিমুখী রাস্তায় ১৬ ফুট সেতু ১৪ লক্ষ ৪৫ হাজার টাকায় নির্মান করা হয়।
কিশোরগঞ্জ ইউনিয়নের পুষনা সরকারী প্রাথমিক বিদ্যালয় যাবার রাস্তায় ২০ ফুট সেতু নির্মান এর ব্যায় ১৮ লক্ষ ২৬ বাজার ৯৯৫ টাকা । মাগুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৌলভীর বাজার হতে মুন্সিপাড়া অভিমুখী ৩৬ ফিট সেতু নির্মান ৩০ লক্ষ ৭০ হাজার ৯৪৮ টাকা । বাহাগিলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নায়র খাল হতে পঁচা ডোবা অভিমুখী রাস্তায় ১৬ ফিট সেতু ১৪ লক্ষ ৪৫ হাজার ৫০১ টাকায় নির্মান । চাঁদখানা ইউনিয়ন পরিষদে ৭ নং ওয়ার্ডের বুড়ির হাট হতে চরকবন্দ অভিমুখী রাস্তায় ২৪ ফুট সেতু নির্মান ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকায় । রনচন্ডী ইউনিয়নের কৈমারী দাখিল মাদরাসা হতে অবিলের বাজার অভিমুখী রাস্তায় ৩২ ফুট সেতু ২৫ লক্ষ ৭৭ হাজার ৬৪৯ টাকা একই ইউনিয়নের আলোরমরী কলেজ হতে কিসামত বি: চর সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখী রাস্তায় ২৪ ফুট সেতু ১৯ লক্ষ ৭৬ হাজার ৯নীলফামারী কিশোরগঞ্জ এর ১৬ টি সেতু উদ্ভোধনের অপেক্ষায়,বদলে যাবে আর্থ,সামাজিক প্রেক্ষাপট। ৯৫ টাকায়। পুটিমারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সড়ক হতে পানিয়ান পুুকুর অভিমুখী রাস্তায় ২৬ ফুট সেতু নির্মান ১৪ লক্ষ ৪৫ হাজার ৫০৯ টাকায় ও একই ৯ নং ওয়ার্ডের বাকের চাতাল হতে পুর্ব দিকে স:প্রা:বিদ্যালয় অভিমুখী রাস্তায় ২৪ ফুট সেতু ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকায় নির্মান করা হয়। গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে চিড়াতি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পুষনা বাবুর বাজার অভিমুখী রাস্তায় ২০ ফুট সেতু ১৮ লক্ষ ২৬ হাজার ৯৯৫ টাকায় নির্মান। কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মাঠের বাজার সড়ক হতে ডাজ্ঞাঁপাড়া অভিমুখী রাস্তায় ৩৬ ফিট সেতু নির্মান ৩০ লক্ষ ৭০ হাজার ৯৪৮ টাকা। চাঁদখানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিস্টুলের বাজার হতে পাড়ের হাট অভিমুখী রাস্তায় ২০ ফুট সেতু নির্মান ১৭ লক্ষ ১৭ হাজার ১৮৫ টাকা। মাগুড়া পারের হাট হতে চাঁদখানা অভিমুখী রাস্তায় ২০ ফিট সেতু নির্মান ১৭ লক্ষ ১৭হাজার ১৮৫ টাকা । কিশোরগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ডে ইয়াসিন মেম্বারের পাড়া হতে খামার ডুমুরিয়া অভিমুখী রাস্তায় ২৪ ফিট সেতু নির্মান ১৯ লক্ষ ৭৬ হাজার ৯০৫ টাকায় নির্মান করেছে। এগুলো ৯ ইউনিয়নের ৬ লক্ষ মানুষ এর সুফল পাবে।
কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (অ:দ:) মোঃ আবু হাসনাত সরকার বলেন সেতু গুলো সফলভাবে নির্মিত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন এই সেতু নির্মান হওয়ায় এই এলাকার আর্থ,সামাজিক ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধিত হবে। যা এ এলাকার দৃষ্যপট পাল্টে যাবে। জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকতা এস.এ.হায়াত বলেন সরকারের নিরলস প্রচেষ্টার কারনে এই সেতুগুলো অত্র অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।
Leave a Reply