নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : হরিমোহন স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসার পৌর এলাকার পিটিআই মাস্টার পাড়ার বাসিন্দা আকবর কবীর রোববার বিকেল পৌণে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ নামোশংকরবাটী হেফজুল মাদরাসায় আগামীকাল সোমবার সকাল ৯ টার সময় অনুষ্ঠিত হবে।
মরহুমের ছেলে শামিম হাসান শিমুল জানান, বেশ কিছুদিন থেকে বাবা নানা রকম রোগে ভুগছিলেন। মরহুম আকবর কবীর জামালপুর জিলা স্কুল, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়াও তিনি পাবনা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করেছেন।-কপোত নবী।
Leave a Reply