বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক:
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল।
লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে বোরবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।
প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা।
নিজেদের তৃতীয় ম্যাচে জিততেই হতো ব্রাজিলকে। বাঁচা-মরার লড়াইয়ে একাদশ মিনিটে পাউলিনিয়োর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস কুনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন উইঙ্গার কুনিয়া।
স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট। কনমেবল থেকে সুযোগ পেয়েছে দুটি দল।
একই দিন স্বাগতিক কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েও বিদায় নিয়েছে উরুগুয়ে।
গত রিও অলিম্পিকে মারাকানা স্টেডিয়ামে সোনা জিতেছিল ব্রাজিল।
Leave a Reply