শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মহি মিজানঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার,শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক কানসাট ক্লাব মাঠে, কানসাট ক্লাব আয়োজিত “বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-২০ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় রহনপুর ফুটবল দল মোকাবেলা করেন রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাব ফুটবল দলের সথে।
খেলার ফলাফলঃ
ফাইনাল খেলায় রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রহনপুর ফুটবল দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ)ও সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি,
ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
উপজেলা নির্বাহী অফিসার
জনাব শিমুল আকতার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন জেলা থেকে আগত তিনজন নির্বাহী মাজিস্ট্রেট
আনোয়ার হোসেন,(মাদারীপুর),রেজওয়ানা আফরিন(চট্টগ্রাম),রেহেনা আকতার(সিলেট)
রহনপুর পৌর মেয়র,তারেক রহমান,
অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা,জানাব শামসুল আলম শাহ,
ভাইস চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা পরিষদ জনাব মোঃ গোলাম কিবরিয়া,ভাইস চেয়ারম্যান(মহিল)শিবগঞ্জ উপজেলা পরিষদ
জনাবা মোসাঃ শিউলি বেগম
বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন
সভাপতিত্ব করেন, সভাপতি কানসাট ক্লাব, জনাব মোঃ হেদায়তুল আলম।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার বলেন মুজিব বর্ষ উপলক্ষে এই আয়োজন অনেক প্রশংসনীয়, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট আয়োজন কমিটিকে ধন্যবাদ জানিয়ে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যেতে হবে বলে সকলকে জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন কানসাট ক্লাবের মাঠটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হিসেবে ক্রিয়া মন্ত্রাণালয়ে বাজেট পাশ করা আছে অল্প সময়ের মধ্যেয় কাজ শুরু হবে বলে আশ্বাস দেন।
তিনি কানসাট রাজবাড়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট সাংস্কৃতিক মন্ত্রাণালয়ের সাথে যোগাযোগ করে ২০কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে, অল্প সময়ের মধ্যে কানসাট রাজবাড়ী সংস্কারের কাজ শুরু হবে, কানসাট রাজবাড়ী ফিরে পাবে তার আসল রূপ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কানসাট ক্লাবের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেন কানসাট ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন সন্মানিত অতিথিগণ।
Leave a Reply