মোঃ জামিল হোসেন, ভোলাহাট:প্রতিবারের ন্যায় এবারও জমকালো আয়োজনে ঢাকায় বসবাসরত ভোলাহাটবাসীর মিলনমেলা ভোলাহাট উৎসব ২০২০-অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ই ফেব্রুয়ারি প্রিয়াংকা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পট বেরুলিয়া ব্রিজ, বেরী বাধ নামক স্থানে।
ভোলাহাট উপজেলা সমিতি ঢাকার আয়োজনে, আল ডিজাইনের এমডি মোঃ মুনিরুল ইসলামের সভাপিতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভোলাহাট উপজেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্টা ও ডাইসিন কোঃ লিঃ চেয়ারম্যান মিজানুর রহমান,সাবেক সাংসদ জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তাফা বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা ডাঃ আসরাফুল হক চুনু।
দিনব্যাপী ২ হাজার মানুষের আয়োজনে থাকছে,জাতীয়সংগীতের মাধ্যমে সকালে পতাকা উত্তোলন,সকালের নাস্তা,সভাপতির আসন গ্রহন, কোর আন তেলাওয়াত অতিথিদের বক্তব্য,বার্ষিক আয় বায় দাখিল,দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপায়ের গম্ভিরা।
উল্লেখ্য এবারের ভোলাহাট উপজেলা সমিতি উৎসবের দাবিগুলো হলো,ভোলাহাটে,পৌরসভা চাই,ভোলাহাট টু রহনপুর রাস্তার বাঁক কমিয়ে রাস্তা প্রসস্তকরণ,কানষাট টু ভোলাহাট রাস্তার বাঁক কমিয়ে রাস্তা র প্রসস্তকরণ,আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ চাই, রহনপুর টু ভোলাহাট রেললাইন চাই,রেশম চাষ সম্প্রসারণের জন্য ভুমিহীন রেশম চাষীদের জন্য খাস জমি বরাদ্দ চাই,ভোলাহাটে ল্যান্ড পোর্ট (স্থল বন্দর) চাই, শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য পার্ক চাই, এবং খিরসাপাত আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় আমরা গর্বিত।
Leave a Reply